শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
Title :
কেন্দ্রের ব্যালট নষ্ট-অপসারণে ভোটগ্রহণ স্থগিতের নির্দেশ ইসির নির্বাচনের আগে রাজনৈতিক নেতাদের হত্যা, কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সরকার- মির্জা ফখরুল ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা স্বতন্ত্র প্রার্থী একরামুজ্জামানের পাবনা-১ ও ২ আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন বাণিজ্য প্রতিনিধির সাক্ষাৎ বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে তূর্যধ্বনি-কবীর আহমেদ শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে যুক্তরাজ্য কৃষকদলের পুষ্পস্তবক অর্পণ মুজিবনগরে অস্ত্র ও গুলিসহ ক্যাসিনো হোতা কটা আটক শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল পাকিস্তান চট্টগ্রাম বন্দরে এলো যুক্তরাষ্ট্রের ৫৭ হাজার ৮৫৫ টন ভুট্টা

ভাসানীর মাজার জিয়ারত করে শুরু হবে তারেক রহমানের সফর

ওয়ান নিউজ ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ২ Time View
ভাসানীর মাজার জিয়ারত করে শুরু হবে তারেক রহমানের সফর
ভাসানীর মাজার জিয়ারত করে শুরু হবে তারেক রহমানের সফর

লন্ডনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে সম্প্রতি দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথমবারের মতো আগামী ১১ জানুয়ারি ঢাকার বাইরে জন্মভূমি বগুড়ায় যাচ্ছেন তিনি। এ যাত্রার শুরুতেই তিনি টাঙ্গাইলে যাবেন। সেখানে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন।

বুধবার (৭ জানুয়ারি) বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলীয় সূত্র জানায়, ১১ জানুয়ারি (রবিবার) সকাল ৯ থেকে ১০টার মধ্যে ঢাকার বাসভবন থেকে সড়ক পথে যাত্রা শুরু করবেন তারেক রহমান। দুপুর আনুমানিক ১টায় তিনি টাঙ্গাইলে পৌঁছাবেন। সেখানে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত শেষে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন।

এ সময় বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে দলীয় নেতা-কর্মীরা জানিয়েছেন।

এদিকে ঢাকার বাইরে তারেক রহমানের এটি প্রথম কর্মসূচি হওয়ায় টাঙ্গাইল জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। তার আগমন উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল অংশে নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে অভিবাদন জানাবেন।

দলটির একাধিক নেতাকর্মীরা জানায়, টাঙ্গাইল জেলার মির্জাপুর অংশ থেকেই তারেক রহমানকে বরণ করে নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা বলয় গড়ে তুলতে প্রশাসনও প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তনের পর প্রথম জেলা সফর হিসেবে টাঙ্গাইলে আসছেন। এই সফরকে ঘিরে টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইনশাল্লাহ, আমরা সর্বোচ্চ সম্মানের সঙ্গে তাঁকে সংবর্ধনা জানাবো। টাঙ্গাইলবাসী অধীর আগ্রহে তাঁকে স্বাগত জানাতে অপেক্ষা করছে।

তিনি আরও বলেন, তারেক রহমানের আগমন ও দোয়া মাহফিল সফল করতে দলের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin