
আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, যুক্তরাজ্য শাখা।
এ সময় দলের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
পুষ্পস্তবক অর্পণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল যুক্তরাজ্য শাখার সদস্য সচিব শাহ্ মোঃ ইব্রাহিম মিয়া। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব দেশের কৃষক সমাজসহ সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় অনুপ্রেরণা যুগিয়ে গেছে। তাদের দেখানো পথ অনুসরণ করেই কৃষকদল দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে প্রবাস থেকেও কৃষকদল সক্রিয় ভূমিকা পালন করবে।
দেশের সার্বিক শান্তি, গণতন্ত্র ও জনগণের মুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়।