শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি সিরিজের শুরুটা একেবারেই একপেশে করে তুলেছে পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের কোনো সুযোগ না দিয়েই ৬ উইকেটের বড় জয় তুলে নিয়েছে সালমান আলী আগার দল।
বুধবার (৭ জানুয়ারি) ডাম্বুলায় অনুষ্ঠিত ম্যাচে টস জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। শুরু থেকেই চাপের মুখে থাকা লঙ্কান ব্যাটাররা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯.২ ওভারে মাত্র ১২৮ রানেই অলআউট হয়ে যায়।
পাকিস্তানের বোলারদের তোপে শুরুতেই ভেঙে পড়ে শ্রীলঙ্কার টপ অর্ডার। তৃতীয় ওভারে কামিল মিসরাকে রানের খাতা খোলার আগেই ফিরিয়ে আক্রমণের সূচনা করেন সালমান মির্জা। পরের ওভারে পাতুম নিশাঙ্কাকে আউট করেন মোহাম্মদ ওয়াসিম। কুশল মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভাও দ্রুত সাজঘরে ফেরেন শাদাব খানের বলে।
৩৮ রানে ৪ উইকেট হারানোর পর কিছুটা প্রতিরোধ গড়েন চরিথ আসালাঙ্কা ও জানিথ লিয়ানাগে। তাদের জুটিতে আসে ৩৪ রান। তবে আবরার আহমেদের বলে আসালাঙ্কা আউট হলে সেই জুটির সমাপ্তি ঘটে। এরপর হাসারাঙ্গার সঙ্গে লিয়ানাগে আরও ৩৮ রান যোগ করলেও ইনিংস বড় করতে পারেননি কেউই।