পঞ্চগড় জেলার পুলিশ লাইন্স-এ কর্মরত পুলিশ পরিদর্শক (সশস্ত্র) আইনুল হক অসুস্থ অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু বরন করেছেন। ইন্সপেক্টর রবিউল ইসলাম মৃত আবেদ আলীর ছেলে। তার বাড়ি লালমনিরহাট জেলার সদর উপজেলার সাপটানা শশান কলোনির দমকলপাড়ায়। আইনুল হক পুলিশ পরিদর্শক হিসেবে পঞ্চগড় পুলিশ লাইন্সে কর্মরত ছিল।
বুধবার (১৪ জানুয়ারি) ভোরে শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ে তিনি। পঞ্চগড় জেলার পুলিশ লাইন্স-এ শারিরীক ভাবে অসুস্থ্য হলে তাকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে তাৎক্ষণিক ভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথি মধ্যে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরে সকাল ১১ টার সময় পঞ্চগড় পুলিশ লাইন্স মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে পঞ্চগড় জেলার পুলিশ সুপার জনাব মোঃ রবিউল ইসলাম, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং মরহুমের স্বজনেরা উপস্থিত ছিলেন।
রবিউল ইসলাম ১৯৮৮ সালের ২৭ জুন বাংলাদেশ পুলিশে যোগদান করেন। রবিউল ইসলাম দীর্ঘ ৩৭ বছর ৬ মাস ১৩ দিন সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুতে পঞ্চগড় জেলা পুলিশের সকল সদস্য গভীর ভাবে শোকাহত। পঞ্চগড় জেলা পুলিশের পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।