ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্বর্ণের চেইন চুরির অপবাদ দিয়ে ফেরিওয়ালা শাহিন মিয়া হত্যার মামলার প্রধান আসামি মিজানুর রহমান ওরফে মির্জালীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নাসিরনগরের চাতলপাড় ইউনিয়নের ফেদিয়ারকান্দি গ্রামের বাসিন্দা।
উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর চোর সন্দেহে শাহিন মিয়াকে ধরে সংঘবদ্ধভাবে মারধর করা হলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা আক্তার মিয়া বাদী হয়ে নাসিরনগর থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।