পঞ্চগড়ে যুব সংসদ নিয়ে আয়োজকরা সংবাদ সম্মেলন করেছে। প্রথমবারের মত পঞ্চগড়ে ওয়ার্ড পর্যায়ের সমস্যা সম্ভাবনা নিয়ে দুইদিন ব্যাপী ২শ ৫০ জন সংসদ সদস্যদের নিয়ে যুব সংসদ অনুষ্ঠিত হবে।
আগামী ১৬ ও ১৭ জানুয়ারি সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দুইদিন ব্যাপী চলবে এই যুব সংসদ।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) বিকেলে পঞ্চগড় প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান আয়োজকরা। এ সময় লিখিত বক্তব্য দেন ইয়ুথ পার্লামেন্টের সদস্য ও হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আহনাফ শাহরিয়ার সোহাগ এবং পঞ্চগড় সরকারী মহিলা কলেজের শিক্ষার্থী লতিফা ইয়াছমিন শান্তু। এছাড়াও প্রেস ব্রিফিংয়ে আয়োজক সদস্য হাবিপ্রবি শিক্ষার্থী ডিবেটিং সোসাইটির সভাপতি মো. শাকিল হাসান এবং ক্রিয়েটিভ অলিম্পিয়াড ঢাকার নির্বাহী প্রধান মো. তন্ময় ইসলাম উপস্থিত ছিল।
সংবাদ সম্মেলনে জানানো হয় এটি একটি তারুন্য নির্ভর সংসদীয় অনুশীলন মুলক প্ল্যাটফর্ম। যেখানে পঞ্চগড় জেলার যুবক ও তরুনরা নীতি নির্ধারন ও নেতৃত্ব চর্চার বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে। যুব সংসদ আয়োজনের উদ্দেশ্য হচ্ছে পঞ্চগড়ের তরুন সমাজের মধ্যে পলিসি মেকিং স্থানীয় ও জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ন সমস্যা সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা এবং সংসদের প্রস্তাব বিল উত্থাপন বিষয়ে আলোচনার চর্চা গড়ে তোলা।
ভবিষ্যতে পঞ্চগড়ের যুবকদের একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি ও নেতা হিসেবে গড়ে উঠার জন্য তরুনদের মধ্যে বুদ্ধিবৃত্তিক যুক্তিবাদী ও বাস্তব ভিত্তিক পরিকল্পনা প্রনয়নের ব্যবহারিক দক্ষতা তৈরি করা। পঞ্চগড়ের প্রতিটি ওয়ার্ড প্রতিনিধির মাধ্যমে পঞ্চগড় জেলার নিজ নিজ ওয়ার্ডের সমস্যা প্রতিবন্ধকতা ও সম্ভাবনা চিহ্নিত করে সমাধানমূলক পরিকল্পনা গ্রহন যা পরবর্তীতে সংশ্লিস্ট দায়িত্বশীল কর্তৃপক্ষের নিকট সুপারিশ আকারে প্রেরন করা হবে।
যুব সংসদে স্পিকার হিসেবে আহসানিয়া মিশন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আশরাফুল ইসলাম রনি এবং ডেপুটি স্পিকার হিসেবে বাংলাদেশ ডিবেট ফেডারেশনের ইউনিভার্সিটি সেক্রেটারি শারমিন সুলতানা নিশি উপস্থিত থাকবেন বলে জানানো হয়