শরীরটা যেন ময়লার ভাগাড়, কণ্ঠে উল্টা-পাল্টা হুমকি-ধামকি। একজন মানসিক ভারসাম্যহীন বা পাগল নারীর এমন একটি ক্লিপ শনিবার (১৭ জানুয়ারি) থেকে সোশ্যাল হ্যান্ডেলে ভাইরাল। ক্লিপের শেষাংশে সেই ভারসাম্যহীন নারীর ফ্রেমে দেখা গেছে অভিনেতা জোভানকে। তাছাড়া ক্লিপটি সোশ্যালে ছেড়েছেন অভিনেতা নিজেই। সেই সূত্রে অনুমান করা যাচ্ছিলো, ভিডিওতে দেখা যাওয়া পাগলপ্রায় নারীটি এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল! সন্দেহ করা যায়, পায়েলের এই হাল চরিত্রের প্রয়োজনে।
ভিডিওতে দেখা যায়, কেয়া পায়েল একজন ভবঘুরে বা মানসিক ভারসাম্যহীন মানুষের সাজে দাঁড়িয়ে আছেন। ভিডিওর একপর্যায়ে তাকে কর্কশকণ্ঠে বলতে শোনা যায় যে, কেউ একজন তাকে বল ছুড়ে মেরেছে এবং সে বিচার চায়। এমন সময় জোভান মোটরসাইকেল নিয়ে সেখানে হাজির হলে কেয়া তার দিকে তেড়ে যান এবং অদ্ভুত আচরণ করতে থাকেন। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে জোভান মজা করে লেখেন, ‘ছেমরি পাগল নাকি? আমারে কয় খাইয়া লাইবো!’
ভিডিওটি প্রকাশের পর কেয়া পায়েলের এমন রিয়েলিস্টিক মেকআপ-গেটআপ-অভিনয়ে মুগ্ধতা প্রকাশ করছে ভক্ত-সমালোচকরা। জানা গেছে, এটি একটি নতুন নাটকের শুটিংয়ের দৃশ্য। ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েলকে নিয়ে নির্মাণচলতি নাটকটির নাম-পরিচয় সংশ্লিষ্টরা এখনই প্রকাশ করতে চাইছেন না।