ফখরে বাঙ্গাল ইসলামিয়া মাদরাসার' হাফেজ ছাত্রদের দস্তারে ফযিলত (সম্মানসূচক পাগড়ী) প্রদান উপলক্ষে দুআ মাহফিল শনিবার বাদ আসর মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান করেন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসা ব্রাহ্মণবাড়িয়া'র প্রিন্সিপাল আল্লামা মুফতী মুবারকুল্লাহ।
জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার নায়েবে মুহতামীম মাওলানা আখতারুজ্জামান, জামিয়া দারুল আরকাম মাদরাসার নায়েবে মুহতামীম মাওলানা আলী আযম, ফখরে বাঙ্গাল রহ:এর সাহেবজাদা হাফেজ মাওলানা অলি উল্লাহ, সৈয়দা সৈয়দুন্নেছা মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা ইদ্রিস, সোনারাম পুর মাদরাসার শায়খুল হাদীস আল্লামা মুফতী বোরহান উদ্দিন কাসেমী, জেলা জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাভিশন ব্রাক্ষণবাড়ীয়া জেলা প্রতিনিধি আলহাজ্ব আশিকুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন ব্রাক্ষণবাড়ীয়া'র সভাপতি নিয়াজ মো: খান বিটু, দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি খন্দকার শফিকুল আলম,বৈশাখী টিভি'র জেলা প্রতিনিধি মো: খোকন মিয়া।
জেলা আদালতের জিপি এডভোকেট সিরাজ আবিদ, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ফরহাদ সিদ্দিকী, মুফতী আব্দুর রহিম কাসেমী, জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার সিনিয়র উস্তাদ মুফতী মারুফ কাসেমী, মুফতী শরিফ উদ্দিন আফতাবী,মুফতী রাকিবুল হাসান তাজ,মাওলানা আনোয়ার বিন মুসলিম, মাওলানা আব্দুল হাফিজ, মাওলানা বোরহান উদ্দিন আল মতিন, মুফতী জাকারিয়া খান, প্রমুখ উপস্থিত ছিলেন
মাওলানা ক্বারী জুনায়েদ, মাওলানা আল আমিন সাদী,মাওলানা আসাদুল্লাহ হাবিবী সহ শীর্ষ উলামায়ে কেরাম, সাংবাদিক, শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদানের পাশাপাশি হেফজ বিভাগের ছাত্রদের সবক প্রদান করা হয়
উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন ফখরে বাঙ্গাল ইসলামিয়া মাদরাসা ব্রাহ্মণবাড়িয়া'র পরিচালক মুফতী মোহাম্মদ এনামুল হাসান।