
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচনী উঠান বৈঠকে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। সোমবার সন্ধ্যায় সরাইল উপজেলার চুনটা ইউনিয়নের রসুলপুর গ্রামে আয়োজিত উঠান বৈঠকে তিনি বলেন, আপনাদের এত ভালোবাসা পাওয়ার যোগ্য আমি নই। আমার সরাইল-আশুগঞ্জের মানুষ আমার প্রতি যে ভালোবাসা, যে আস্থা ও বিশ্বাস রেখেছেন—আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাকে এই আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখার তৌফিক দেন।
তিনি আরও বলেন, আমি যদি এমপি নির্বাচিত হতে পারি, তাহলে এই সরাইল ও আশুগঞ্জকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো। তার বক্তব্যে উপস্থিত এলাকাবাসীর মাঝে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। উঠান বৈঠকটি ভালোবাসা, বিশ্বাস ও প্রত্যাশার এক হৃদয়স্পর্শী দৃশ্যে রূপ নেয়।