আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বগইর বাজার এলাকায় এক উঠান বৈঠকে অংশ নিয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বগইর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন চকবাজার মাঠে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নারী-পুরুষসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, কারো কোনো শক্তি নেই আপনাদের কাছ থেকে আমাকে আলাদা করার। আল্লাহ যদি আমাকে তাঁর কাছে নিয়ে যান, সেটা আলাদা কথা—কিন্তু দুনিয়ার কোনো শক্তি নেই, যে আমাকে আপনাদের কাছ থেকে সরিয়ে দিতে পারবে। আপনারাই আমার একমাত্র শক্তি। আপনাদের ছাড়া আমার আর কেউ নেই।
তিনি আরও বলেন, আমি আমার আমানত আপনাদের হাতেই দিয়ে দিলাম। আপনারা ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র ছেড়ে যাবেন না। বক্তব্যে তিনি ভোটারদের প্রতি আস্থা ও ভালোবাসার কথা তুলে ধরে বলেন, জনগণের শক্তিতেই তিনি এগিয়ে যেতে চান এবং মানুষের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।