কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ৫ শতাধিক বসতি পুড়ে ছাই হয়ে গেছে। মধ্যরাতে জ্বলতে থাকা আগুন সাড়ে ৪ ঘণ্টার চেষ্টায় সকালে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে নিয়ে আসে।
সোমবার (১৯ জানুয়ারি) মধ্যরাত ৩টা ২০ মিনিটে উখিয়া পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা ১৬ নম্বর ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়। যা ৪ ঘণ্টার চেষ্টায় সকাল ৮টার দিকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস কক্সবাজার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য বলেন ‘মধ্যরাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে উখিয়া ও রোহিঙ্গা ক্যাম্পে ৪টি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ শুরু করে। এরপর ফায়ার সার্ভিসের কক্সবাজার, টেকনাফ ও রামুর ৬টিসহ মোট ১০টি ইউনিয়ন ঘটনাস্থলে যায়। তবে ৮টি ইউনিট চারদিক থেকে আগুন নিয়ন্ত্রণে আনা কাজ শুরু করে।’
তিনি আরও বলেন, ‘পরবর্তীতে সকাল ৭টা ৫০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এর আগে আগুনে রোহিঙ্গা ক্যাম্পের প্রায় ৫ শতাধিক বসতি পুড়ে ছাই হয়ে যায়। তবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। আর ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকে এনজিও পরিচালিত একটি শিখন কেন্দ্রে (লার্নিং সেন্টার) প্রথম আগুন লাগলে পার্শ্ববর্তী শেডে ছড়িয়ে পড়ে বলে বাসিন্দারা জানান।