পঞ্চগড়ের ৫ উপজেলা ও দুটি পৌরসভা নিয়ে ২টি আসন। এদুটি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বুধবার ( ২১ জানুয়ারী) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব প্রার্থীকে প্রতীক দেয়া হয়।
পঞ্চগড় ১ (তেতুঁলিয়া উপজেলা, আটোয়ারী উপজেলা, পঞ্চগড় সদর উপজেলা ও পঞ্চগড় পৌরসভা) আসনে ৭ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়। পঞ্চগড় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মোঃ সায়েমুজ্জামান প্রতীক হস্তান্তর করেন।
পঞ্চগড় ১ আসনের প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় নেতা সাবেক এমপি নাজমুল হক প্রধান (মটরগাড়ি), বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির (ধানেরশীষ), বাংলাদেশ লেবারপার্টীর ফেদাউস আলম (আনারস), বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপির আব্দুল ওয়াদুদ বাদশা (একতারা), গন অধিকার পরিষদ জিওপির মাহফুজার রহমান (ট্রাক), জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম (শাপলা কলি), বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট (বিএনএফ) এর সিরাজুল ইসলাম (টেলিভিশন)।
পঞ্চগড় ২ আসনের প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ (ধানেরশীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর সফিউল আলম (সফিউল্লাহ সুফি) (দাঁড়িপাল্লা), জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক এমপি মোজাহার হোসেনের ছেলে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন সুমন (ঘোড়া), ইসলামী আন্দোলন বাংলাদেশের শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি কামরুল হাসান প্রধান (হাতপাখা), বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির জেলা নেতা আশরাফুল আলম (কাস্তে), জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদের জেলা নেতা এমরান আল আমিন (মোটরগাড়ি), বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপির দেলোয়ার হোসেন (একতারা), জাতীয় পার্টি লৃৎফর রহমান।
প্রতীক বরাদ্দ পাওয়ার পর প্রার্থীরা নিজেরা জয়ের বিষয়ে আশাবাদী। তারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদেরকে (প্রার্থীকে) ভোট দেওয়ার জন্য।