পঞ্চগড়ের দেবীগঞ্জে শুক্রবার সকালের নির্বাচনী জনসভা সফল করতে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও ১০ দলীয় ঐক্যজোটের অন্যতম শীর্ষ নেতা ডাঃ শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দিবেন। শুক্রবার সকালে নির্বাচনী সমাবেশে বক্তব্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারনা শুরু করবেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বর থেকে শুভেচ্ছা মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই জায়গায় এসে শেষ হয়। শুভেচ্ছা মিছিল শেষে বিজয় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর পঞ্চগড় জেলা শাখার কর্ম পরিষদ ও শুরা সদস্য, পঞ্চগড় ২ আসনের নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য আব্দুল বাসেত, জামায়াতে ইসলামীর দেবীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি বেলাল হোসাইন, উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য তোফাজ্জল হোসেন, শহর শাখার আমীর রাব্বি হাসান বাপ্পি, সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান, জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেবীগঞ্জ উপজেলার আহবায়ক মাসুদ পারভেজ, জাগপার দেবীগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক মোবাশ্বের হোসেন বক্তব্য দেন।
শুভেচ্ছা মিছিল শেষে দেবীগঞ্জ বিজয় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শুক্রবারের সমাবেশ সফল করার জন্য সকল কে ঐক্যবদ্ধ হতে হবে। নিজ নিজ অবস্থান থেকে সকলকে পঞ্চগড় চিনিকল মাঠের সমাবেশে উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়। দাঁড়িপাল্লা মার্কার সমাবেশে যোগ দিয়ে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ বিনির্মানে ভূমিকা রাখার জন্য আহবান করা হয়।