
ঠাকুরগাঁওয়ে বিএনপির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি না মানার অভিযোগ এনে প্রেস ব্রিফিং করেঠে জেলা জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২২শে জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় (বড় মাঠ) মাঠে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উক্ত ব্রিফিংয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জামাতে ইসলামের মনোনীত ঠাকুরগাঁও ১ আসনের প্রার্থী দেলাওয়ার হোসেন সহ জেলার সকল নেতৃবৃন্দ উপস্থিতি হয়ে সাংবাদিকদের কাছে বিএনপিকে বিশেষ দল হিসাবে আখ্যায়িত করে বলেন, তারা নির্বাচনী যে নীতিমালা নির্বাচন কমিশনার দিয়েছে সেটা তারা লংঘন করেছে, ২১ জানুয়ারি রাত বারোটার আগেই তারা নির্বাচনে ফিস্টুলা সহ প্রচারণা শুরু করেছে , এ ব্যাপারে জেলা রিটার্নিং অফিসে লিখিত অভিযোগ করেছে বাংলাদেশ জামায়তে ইসলামীর নেতাকর্মীরা।
প্রেস ব্রিফিংয়ে আরো বলেন, ২৩ শে জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির ডাঃ শফিকুর রহমান ও ১০ দলীয় শীর্ষ নেতারা ঠাকুরগাঁও শহরে নির্বাচনী সফরে আসবেন, এবং নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাতে ইসলামী আমির ডাঃ শফিকুর রহমান, নির্বাচনী আলোচনা ও নির্দেশনা পেশ করবেন, সাংবাদিকদের সহ স্থানীয় সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন ঠাকুরগাঁও জামাতে ইসলামী বাংলাদেশ।