মেহেরপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল আটটার দিকে পৌর কবরস্থানে শহীদদের কবর জিয়ারত ও তাদের জন্য দোয়ার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন ১০দলীয় জোটের প্রার্থী ও জেলা জামায়াতের আমির তাজউদ্দিন খান। এ সময় জেলা জামায়াতের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস সভাপতি শাহ আলম, খেলাফত মজলিস সভাপতি মুফতি হোসাইন, এবি পার্টির আহবায়ক রফিকুল ইসলামসহ জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তারা ভোটারদের সাথে কুশল বিনিময় করেন ও দাঁড়িপাল্লার পক্ষে ভোট প্রার্থনা করেন।
এ সময় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী তাজউদ্দিন খান বলেন, সকলকে সাথে নিয়ে একটি দুর্নীতি মুক্ত মেহেরপুর গড়ে তোলা হবে সেখানে থাকবে না কোন বৈষম্য। তাই ন্যায় ও ইনসাফ ভিত্তিক মেহেরপুর গড়ে তোলার জন্য সকলকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।