শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ (শনিবার)। ২০১৫ সালের এই দিনে কুয়ালালামপুরে মারা যান তিনি।
কোকোর মৃত্যুবার্ষিকীতে শনিবার (২৪ জানুয়ারি) সকালে বনানীতে তার কবরে শ্রদ্ধা জানিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিএনপি নেতারা। তারা প্রয়াত কোকোর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন। এ উপলক্ষে আজ নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এবং গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মিলাদ অনুষ্ঠিত হবে।
আরাফাত রহমান কোকোর জন্ম ১৯৬৯ সালের ১২ই আগস্ট। ফ্যাসিস্ট শেষ হাসিনার আমলে বিএনপির চরম দুঃসময়ে তিনি মৃত্যুবরণ করেন। ছোট ছেলে কোকোর মৃত্যুতে চরমভাবে ভেঙে পড়েছিলেন বেগম খালেদা জিয়া। তারেক রহমান সে সময় লন্ডনে নির্বাসিত ছিলেন। গত ডিসেম্বরে দেশে ফেরার পর তিনি প্রথমবারের মত ছোট ভাইয়ের কবর জিয়ারত করার সুযোগ পান।