বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান হতে ২০০০ সালে এসএসসি পাশ করা ছাত্রদের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। নর্থ ষ্টার আইকন এসএসসি ২০০০ রংপুর ডিভিশন এ কম্বল বিতরন সহযোগিতা করেন। মিলিনিয়াম ষ্টার ২০০০ দেবীগঞ্জ এসব কম্বল বিতরন করার আয়োজন করে।
লিজেন্ড গ্রুপ ২০০০ এর অর্থায়নে এসব এসব শীতবস্ত্র বিতরন করা হয়েছে। শনিবার (২৪ জানুয়া)রি বিকেলে দেবীগঞ্জ উপজেলার পাবলিক ক্লাব হলরুমে এসব কম্বল বিতরন করা হয়। দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে অসহায়, দুস্থ ও গরীব লোকদের বাছাই করে ২শ কম্বল বিতরন করা হয়।
কম্বল বিতরন অনুষ্ঠানে দেশের বিভিন্ন সরকারি, বেসরকারী স্থায়ীত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ২০০০ সালের ব্যাচের শিক্ষার্থী আওলাদ হোসেন রনি, শাহিদুর রহমান বাপ্পি, আবু হানিফ, আসলাম হোসেন, আবু জাফর, আজিজুর রহমান, আরাফাত রনি, খায়রুল আনাম ডন, রইসুল আলম, মনিরুজ্জামান চৌধুরী মামুন, খালেকুজ্জামান সরকার খালেক, সুইটি আক্তার, শাহীন হোসেন কবির, সাংবাদিক একেএম বজলুর রহমান, শাহজাহান সাজু উপস্থিত ছিলেন।
২০০০ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন মিলিনিয়াম স্টার ২০০০ প্রতি বছরই গরীব অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছে।