সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বা বেতন কাঠামো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করবে না। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী নির্বাচিত সরকার। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে সরকারি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।
উপদেষ্টা জানান, পে কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি মূলত তিনটি বিষয়ের ওপর ভিত্তি করে প্রতিবেদন জমা দেবে— সুপারিশ বাস্তবায়নে সরকারের বর্তমান আর্থিক সক্ষমতা, বর্তমান মূল্যস্ফীতির হার ও সুপারিশগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করার সম্ভাব্যতা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফাওজুল কবির খান বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সরকারি কর্মচারীদের দাবির পরিপ্রেক্ষিতে পে-কমিশন গঠন করেছিল এবং সেই কমিশন প্রতিবেদন জমা দিয়েছে। তবে এই সুপারিশ বাস্তবায়ন করার এখতিয়ার পরবর্তী নির্বাচিত সরকারের। তারা চাইলে এই সুপারিশ গ্রহণ করতে পারে, আবার বাতিলও করতে পারে।”
বাস্তবায়নের বিলম্ব নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, “আমাদের হাতে সময় কম। তাই আমরা কমিটি করে দিয়েছি যা বাস্তবায়নের রূপরেখা তৈরি করবে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী গণতান্ত্রিক সরকার।” উপদেষ্টা আরও স্পষ্ট করেন যে, বর্তমান সরকার কেবল সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও প্রস্তুতির কাজটুকু গুছিয়ে দিচ্ছে যাতে পরবর্তী সরকারের জন্য সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।