দীর্ঘ ২২ বছর পর বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজশাহীর মাটিতে পা রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী ডামাডোলের মাঝেই তার আগমন ঘিরে, স্থানীয় নেতাকর্মীদের মধ্যে কাজ করছে বাড়তি উদ্দিপনা। তাদের প্রত্যাশা, নির্বাচন নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য ছাড়াও, রাজশাহীর উন্নয়ন নিয়ে কথা বলবেন তারেক রহমান। মাদরাসা মাঠের এই সভা অতীতের সব রেকর্ড ভেঙে দেবে বলে মনে করছেন সিনিয়র নেতারা।
রাজশাহীজুড়ে এখন সাজ সাজ রব। মাইকে বাজছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমনি বার্তা। নির্বাচনী প্রচার-প্রচারণা ছাপিয়ে মহাসমাবেশ সফল করতে নিরলস খাটছেন মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে এ মাঠেই ভাষণ দেবেন তারেক রহমান।
বিএনপি চেয়ারম্যানের আগমন ঘিরে উচ্ছস্বিত নেতা-কর্মীরা। প্রিয় নেতাকে স্বাগত জানাতে শেষ হয়েছে সব আয়োজন। পাড়া মহল্লায় নির্বাচনী প্রচারণার পাশাপাশি দেওয়া হচ্ছে জনসভায় যাওয়ার আমন্ত্রণ।
সভাস্থলসহ পুরো এলাকার নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। খোলা হয়েছে দুটি অস্থায়ী চিকিৎসা কেন্দ্র। নেতারা বলছেন, স্বাধীনতার পর রাজশাহীতে এটি হতে যাচ্ছে স্মারণকালের শেষ্ঠ মহাসমাবেশ। তারেক রহমানের আগমনে উজ্জীবিত হবেন বিএনপির তৃণমূলের নেতা-কর্মীরা।