
বাকপ্রতিবন্ধী উৎস রায় (১৬) দুই দিন ধরে নিখোঁজ। বোনের ভাড়া বাড়ি নওগা জেলার পোরশা উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নের সারাইগাছিতে বেড়াতে যান। বোন জামাই পলাশ চন্দ্র রায় পোরশা উপজেলায় স্কয়ার ঔষধ কোম্পানিতে চাকুরি করেন।
সেখান থেকে ২৫ জানুয়ারি সকালে ভাড়া বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। উৎস রায় দেবীগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সুবিধাভোগী প্রতিবন্ধী হিসেবে তালিকাভুক্ত। উৎস রায় (১৬) একজন বাকপ্রতিবন্ধী, গায়ের রং ফর্সা, উচ্চতা প্রায় ৫ফুট ৪ ইঞ্চি। তার সকল আত্বীয়স্বজন ও পরিচিত ব্যক্তিদের বাসায় যোগাযোগ করেও তার সন্ধান পাননি। তার সন্ধান না পেয়ে তার পরিবারের সদস্যরা না খেয়ে দিন পার পার করছে।
তাদের বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের কালীগঞ্জের প্রধানাবাদ (শ্বশানকালী) এলাকায়। তার বাবার নাম কোকিল চন্দ্র রায়, মায়ের নাম শ্যামলী রানী রায়। তার পরিবারের সদস্যরা তার সন্ধান দেয়ার জন্য ০১৭৭৬৮৬৪৬৩৩ (বোন জামাই) ০১৩১৩৭১৮৬০৭ (বোন জামাই ) ও ০১৭৮৩২১২০২০ (বড় ভাই) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন। উৎস রায়ের বোন জামাই (ভগ্নিপতি) নওগা জেলার পোরশা থানায় সাধারন ডায়রীও করেছেন।
উৎস রায় অস্পষ্ট ভাবে শুধু নিজের নাম ও ঠিকানা ছাড়া কিছুই বলতে পারেনা। স্মরন হলে বড় ভাই কলেজ শিক্ষক বিদ্যুষ চন্দ্র রায়ের নাম ও বাবার নাম বলতে পারে।