পঞ্চগড়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় সার্কিট হাউস মিলনায়তনে ২৮ জানুয়ারী দুই দিন ব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (পিআইবি) এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিন নিউজ২৪ টিভির জেলা প্রতিনিধি সরকার হায়দার। পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি বাংলাভিশন কালবেলার প্রতিনিধি মোশাররফ হোসেন এর সভাপতিত্বে কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিল (পিআইবি) সিনিয়র প্রশিক্ষক গোলাম মোর্শেদ।
দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালায় সংবাদকর্মীদের প্রশিক্ষন প্রদান করেন এনটিভির সিনিয়র করেসপনডেন্ট নেয়ামুল আজিজ সাদেক।
বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের জন্য নির্বাচন রিপোর্টিং বিষয়ক বিভিন্ন প্রয়োজনীয় ও খুটিনাটি বিষয় সম্পর্কে অবহিকতকরন, সমসাময়িক প্রেক্ষাপটে নির্বাচন রিপোর্টিং বিষয়ক চ্যালেঞ্জ সম্পর্কে অবহিতকরন এবং উত্তরনের উপায় সম্পর্কে জানানো, নির্বাচনী আইন ও বিধিবিধান বিষয়ে বিস্তারিত ধারনা দেওয়া, নির্বাচন প্রতিবেদন তৈরির ক্ষেত্রে নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও স্বচ্ছতার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিতকরন বিষয় নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
গণমাধ্যমকর্মীদের দক্ষতা আরও বৃদ্ধি করা এবং মানসম্পন্ন প্রতিবেদনের সংখ্যা বাড়ানো, যথাযথ, গঠনমূলক, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ নির্বাচন প্রতিবেদন তৈরিতে প্রতিবেদকের সক্ষমতা তৈরি করার জন্যই এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষন কর্মশালায় পঞ্চগড়ের ৫০ জন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন।