শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
Title :
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’ শেরপুরের ঘটনায় বিচার না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে-মিয়া গোলাম পরওয়ার মেহেরপুর ডিবি’র অভিযানে ১০ বোতল বিদেশী মদসহ আটক ১ জনগণের জন্য উন্নয়নের পরিকল্পনা- মির্জা ফখরুল লন্ডন থেকে লরিতে ফ্রান্সে পাচার: ২৩ বাংলাদেশি উদ্ধার আগের মতোই ম্যানুয়ালি আবেদনে সাংবাদিকদের ভোটের পাস দেবে ইসি গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’র পক্ষে সরকারি কর্মকর্তারা প্রচারণা করতে পারবে না: ইসি পঞ্চগড়ে রিটার্নিং কর্মকর্তার সাথে বৈঠক, বিক্ষোভকারীদের কর্মসূচী প্রত্যাহার দেবীগঞ্জের বাকপ্রতিবন্ধী উৎস নওগা থেকে নিখোজ, খুঁজে পেতে পরিবার আকুতি বিপদে ফেলে গেছে সমর্থকদের, নির্দোষদের পাশে আছে বিএনপি: মির্জা ফখরুল

আগের মতোই ম্যানুয়ালি আবেদনে সাংবাদিকদের ভোটের পাস দেবে ইসি

ওয়ান নিউজ ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ২ Time View
আগের মতোই ম্যানুয়ালি আবেদনে সাংবাদিকদের ভোটের পাস দেবে ইসি
আগের মতোই ম্যানুয়ালি আবেদনে সাংবাদিকদের ভোটের পাস দেবে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সংবাদ সংগ্রহ করতে আগের মতোই ম্যানুয়ালি আবেদনে সাংবাদিকদের ভোটের পাস দেওয়া সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সাংবাদিকদের দাবির মুখে অনলাইনে আবেদনের সিদ্ধান্ত পরিবর্তন করে নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, আজ আপনারা সকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে নিবন্ধনের বিষয়ে কথা বলেছেন। আমরা আপনাদের দাবির প্রতি সমর্থন রেখে কার্ড ব্যবস্থা প্রত্যাবর্তন করবো। অনলাইনে যারা আবেদন করেছেন, যেগুলো হয়ে গেছে, সেটা তো আছে। কিন্তু আপনারা অতীতে যেভাবে পেতেন, সেভাবে যেন পান সে ব্যবস্থা করা হবে। তবে একটু সময় দিতে হবে। যদি বলেন আগামীকালকেই দিতে হবে, সেটা হবে না। একটু সময় দেন, পদ্ধতিটা আবার চালু করতে একটু সময় লাগবে।

কত সময় লাগতে পারে প্রশ্নে তিনি বলেন, পদ্ধতিগতভাবে জায়গাটাকে এস্টাবলিশ করার জন্য একটু সময় দেন। আজ সকালে আপনারা কথা বলেছেন। আমি বললাম, বিকালে আমরা জানিয়ে দেবো। আপনাদের যেটা দাবি ছিল, ম্যানুয়াল সিস্টেমে প্রত্যাবর্তনের। আমরা নীতিগতভাবে রাজি হয়েছি। এখন আমি যদি আগামীকাল আপনাদের দিতে পারি, তাহলে একটা কাজ এগিয়ে যায়। আপনারা নিয়মিত যোগাযোগ করছেন আমাদের সঙ্গে, আমরা জানিয়ে দেবো।

তিনি বলেন, অনলাইনে যারা ইতোমধ্যে নিবন্ধন করেছেন, যাদের অনুমোদন দেওয়া আছে, সেটা বহল থাকবে। কিন্তু নতুন করে আর অনলাইনে নিবন্ধন করার দরকার নেই।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাংবাদিকদের নির্বাচনের সংবাদ সংগ্রহের কার্ড ও গাড়ির স্টিকার অনলাইনে আবেদনের পরিপ্রেক্ষিতে দেওয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে ভোগান্তিতে পড়েন সাংবাদিকরা। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে সাংবাদিক সংগঠনগুলোর নেতারা জানান, আগামী রবিবারের মধ্যে সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা সমাধান না হলে নির্বাচনে সংবাদ সংগ্রহ, কাভারেজ ও সম্প্রচার নিয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin