শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
Title :
স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’ শেরপুরের ঘটনায় বিচার না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে-মিয়া গোলাম পরওয়ার মেহেরপুর ডিবি’র অভিযানে ১০ বোতল বিদেশী মদসহ আটক ১ জনগণের জন্য উন্নয়নের পরিকল্পনা- মির্জা ফখরুল লন্ডন থেকে লরিতে ফ্রান্সে পাচার: ২৩ বাংলাদেশি উদ্ধার

নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে

ওয়ান নিউজ ডেস্ক:
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ২ Time View
নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে
নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে

ইসলামিক সহযোগিতা সংস্থাসহ (ওআইসি) ছয়টি আন্তর্জাতিক সংস্থা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের ওপর গণভোটের জন্য কমপক্ষে ৬৩ জন পর্যবেক্ষক মোতায়েন করতে সম্মত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, ১৬টি দেশ এবং বিভিন্ন বিশ্বব্যাপী সংস্থার সঙ্গে যুক্ত ৩২ জন ব্যক্তির পর্যবেক্ষক মিশনের সঙ্গে নির্বাচন পর্যবেক্ষণে যোগ দেবেন। এখন পর্যন্ত নির্বাচনের জন্য নিশ্চিত আন্তর্জাতিক পর্যবেক্ষকের মোট সংখ্যা ৩৩০।

প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে, আসন্ন নির্বাচনের জন্য নিশ্চিত হওয়া আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা গত ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত বিতর্কিত সাধারণ নির্বাচনের দ্বিগুণেরও বেশি। এর আগে ১২, ১১ এবং ১০তম সাধারণ নির্বাচনের জন্য আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা যথাক্রমে ১৫৮, ১২৫ ও চারটি ছিল।

দুই সদস্যের ওআইসির পর্যবেক্ষক মিশনের নেতৃত্ব দেবেন ওআইসির নির্বাচন পর্যবেক্ষক ইউনিটের প্রধান শাকির মাহমুদ বন্দর। এছাড়াও এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফআরইএল) থেকে ২৮ জন পর্যবেক্ষক, কমনওয়েলথ সচিবালয় থেকে ২৫ জন, মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) থেকে সাত জন এবং মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট (এনডিআই) থেকে একজন পর্যবেক্ষক আসবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ভয়েস ফর জাস্টিস, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, এসএনএএস আফ্রিকা, সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন এবং পোলিশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের মতো সংস্থার প্রতিনিধিত্বকারী ৩২ জন পর্যবেক্ষক তাদের ব্যক্তিগত ক্ষমতায় নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মুর্শেদ বলেন, আমরা আশা করছি, আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা বাড়বে, কারণ পর্যবেক্ষক মিশন পাঠানোর জন্য আমন্ত্রিত বেশ কয়েকটি দেশ এখনও তাদের প্রতিনিধিদের নাম নিশ্চিত করতে পারেনি।

আমন্ত্রিত দেশগুলোর মধ্যে রয়েছে– ভারত, নেপাল, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, মিশর, ফ্রান্স, কুয়েত, মরক্কো, নাইজেরিয়া ও রোমানিয়া।

ফোরাম অব দ্য ইলেকশন ম্যানেজমেন্ট বডিজ অব সাউথ এশিয়া (ফেমবোসা) শিগগিরই তাদের প্রতিনিধিদের নাম ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin