
মেহেরপুর প্রতিনিধিমেহেরপুরের গাংনী উপজেলার রুয়েরকান্দি গ্রামে নিখোঁজের ২৪ ঘন্টা পর পুকুর থেকে আব্দুল্লাহ আল আনসারী (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহষ্পতিবার বিকেলে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে থানা পুলিশ মরদেহের ময়না তদন্তেরে জন্য মর্গে প্রেরণ করেছে। নিহত শিশু ওই গ্রামের মৃত জাব্বারুলের ছেলে।
পারিবারিক সূত্র জানাগেছে, গতকাল বুধবার দুপুরে আনসারী গ্রামের স্কুল থেকে বাড়ি ফিরে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। বাড়ির লোকজন অনেক খোঁজাখুজি করে না পেয়ে গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বৃহস্পতিবার বিকেলে পুকুরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কয়েকজন পথচারী একটি শিশুর মরদেহ ভাসতে দেখে। পরে পরিবারের লোকজন গিয়ে শিশু আব্দুল্লাহ আল আনসারীর মরদেহ শনাক্ত করে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি জানতে পেরে একটি টিম ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ময়না ময়নাতদন্ত করা হচ্ছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।