সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১১:০২ অপরাহ্ন
Title :
বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় নাছির আহমেদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দৌলতপুর সীমান্তে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক বাকেরগঞ্জে মাঠ কাপাচ্ছে জামায়াত ও বিএনপি,পিছিয়ে ইসলামী আন্দোলন গাংনীতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতিতে ব্রাহ্মণবাড়িয়ার ১১ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা স্থবির ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রদল নেতা হত্যাকাণ্ডের ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দীলিপসহ গ্রেফতার ২ সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা নিতে নির্দেশনা, না মানলে ব্যবস্থা: মাউশি ব্রাহ্মণবাড়িয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাদকায়ে হিসেবে ১৮টি খাসি বিতরণ

বাকেরগঞ্জে মাঠ কাপাচ্ছে জামায়াত ও বিএনপি,পিছিয়ে ইসলামী আন্দোলন

এ আর সিকদার, বাকেরগঞ্জ
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫ Time View
বাকেরগঞ্জে মাঠ কাপাচ্ছে জামায়াত ও বিএনপি,পিছিয়ে ইসলামী আন্দোলন
বাকেরগঞ্জে মাঠ কাপাচ্ছে জামায়াত ও বিএনপি,পিছিয়ে ইসলামী আন্দোলন

আসনে প্রচারণায় মাঠে রয়েছেন বিএনপির প্রার্থী আবুল হোসেন খান ও জামায়াতের প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার। নির্বাচনী সভা সমাবেশ, মোটরসাইকেল র‌্যালি,উঠান বৈঠক,ভোটকেন্দ্র কমিটি গঠন সহ প্রচার প্রচারণায় জামায়াত প্রার্থী মাহমুদুন্নবী তালুকদারকেই বেশি দেখা যাচ্ছে। সম্ভাব্য প্রার্থী ঘোষিত হওয়ায় প্রায় দশ মাস আগে থেকেই তিনি ভোটের মাঠ যেন চষে বেড়াচ্ছেন। বিএনপির ভোটব্যাংক খ্যাত এই আসনটিতে দীর্ঘদিন রাজত্ব করেছে বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। তবে এবার এই আসনটিতে একটি পরিবর্তন আনতে ব্যাপক চেষ্টা করে যাচ্ছেন দাঁড়িপাল্লা সমর্থকরা।

এদিকে সম্প্রতি প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান।তাকে প্রার্থী ঘোষণা করায় উপজেলা বিএনপির মধ্যে ছোটখাটো বিবেধ অনেকটাই নিরসন হয়ে আসছে। সুসংগঠতি বড় দল হিসেবে তারা অল্প দিনেই ভোটকেন্দ্রিক অনেক কার্যক্রম সম্পন্ন করেছে।

এদিকে আলোচনায় আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুহাম্মদ মিজানুর রহমান। তবে নির্বাচন কিংবা ভোট কেন্দ্রীক তাদের তেমন কোন কার্যক্রম চোখে পড়ছে না। ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা তাদের প্রার্থীকে নিয়ে আশাবাদী হলেও বাস্তব মাঠে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, বাকেরগঞ্জে সম্ভাব্য চারজন প্রার্থীর মধ্যে সবচেয়ে নির্বাচনী প্রচারণা বেশি চালিয়েছেন মাওলানা মাহমুদুন্নবী।বিগত সময়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে এবং ছোটখাটো প্রয়োজনেও সাধারণ মানুষের পাশে দাড়িয়েছেন তিনি।ফলে সাধারণ মানুষ বলছেন, একজন মার্জিত সভাবের সাদাসিধে মানুষ হিসেবে আমরা মাহমুদুন্নবীকে চিনি। তাই এবার তার জন্য একটি বিশেষ সম্ভাবনার আলো দেখা যাচ্ছে।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়ারে প্রার্থী বিগত দিনে মাঠ চষে বেড়িয়ে সবকিছু গুছিয়েছেন।তাদের জয়ের সম্ভাবনা রয়েছে। এখন যদি ইসলামী জোটের কারনে এই আসনটি চরমোনাইকে দেয় তাহলে তারা সোচনীয়ভাবে হারবে।কেননা তাদের এতো দিনে গোছানো আসনটি এভাবে হেলায় হারানো ঠিক হবেনা।

বিএনপির প্রার্থী আবুল হোসেন খান বলেন,আমি দীর্ঘদিন ধরে নানা অন্যায়-অত্যাচার উপেক্ষা করেও মানুষের সঙ্গে ছিলাম, এখনো আছি।মানুষ আমাকে তাদের সেবা করার সুযোগ আবারও দেবে ইনশাআল্লাহ।
জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদার বলেন, এবার যে ফ্রি-ফেয়ার নির্বাচন হবে তাতে কোনো সন্দেহ নেই।অন্তর্বর্তী সরকারের আমলে ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন হবে, সেই প্রত্যাশাই আমাদের। তাছাড়া ইতিমধ্যে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়াড় সৃষ্ঠি হয়েছে। ইনশাআল্লাহ জয় আমাদের হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin