
তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সোমবার (১ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে বেরিয়ে যাবার সময় সাংবাদিকরা তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে এ কথা বলেন সালাহউদ্দিন আহমেদ।
তিনি জানান, স্থায়ী কমিটির বৈঠকটি নিয়মিত বৈঠক, রাজনীতি এবং সমসাময়িক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সালাহউদ্দিন আহমেদ জানান, বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও চিকিৎসা সম্পর্কে তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে জানাবেন। রাত আটটায় শুরু হয়ে সাড়ে দশটা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।