
ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আগামীকাল (৩ ডিসেম্বর) তাঁর নির্বাচনী এলাকায় তিন দিনের সফরে আসছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সফরকালে তিনি ব্যাপক জনসংযোগ, মতবিনিময় ও সামাজিক কার্যক্রমে অংশ নেবেন।
সকালেই তিনি নির্বাচনী এলাকায় পৌঁছাবেন। এরপর বিভিন্ন ইউনিয়ন, গ্রাম ও গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, পথসভা ও উঠান বৈঠকে যোগ দেবেন। এ সময় তিনি স্থানীয় জনগণের সমস্যা, অভিযোগ ও উন্নয়নসংক্রান্ত নানা বিষয় সরাসরি শুনবেন বলে জানিয়েছেন দলীয় নেতারা।
সফরের দ্বিতীয় দিন নুরুল হক নুর স্থানীয় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশ নেবেন। বিশেষ করে নতুন প্রজন্মের তরুণদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা-সচেতনতা এবং স্থানীয় উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করার কথা রয়েছে। এছাড়া এলাকার ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।
তৃতীয় দিন তিনি কয়েকটি গণসংযোগ কর্মসূচিতে অংশ নেবেন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন। এ সফরকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের মধ্যেও দেখা গেছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা।
দলীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর নুরুল হক নুরের নির্বাচনী এলাকায় আগমনকে কেন্দ্র করে এলাকাজুড়ে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা যাচ্ছে। অনেকেই আশা করছেন, তাঁর এই সফর স্থানীয় রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।
নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ইতোমধ্যে ব্যানার–ফেস্টুনসহ স্বাগত প্রস্তুতি নেওয়া হয়েছে। সর্বস্তরের মানুষ তাকে স্বাগত জানাতে উদগ্রীব হয়ে আছে।