
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ‘খামারী অ্যাপ’ ব্যবহার করে চাষকৃত রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে দড়িকান্দি ইউনিয়নে বিণা-১৭ জাতের আমন ধানের শস্য কর্তনের উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোস্তফা এমরান হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এবং অ্যাপ ব্যবহাকারী বিভিন্ন আমন চাষি।
চাষীরা জানান, কৃষি গবেষণা কাউন্সিল উদ্ভাবিত ‘খামারী অ্যাপ’ ব্যবহারের মাধ্যমে তারা ফসলের উপযোগিতা, মাটির গুণাগুণ ও সার প্রয়োগের সঠিক মাত্রা সম্পর্কে সহজে জানতে পারছেন। এর ফলে জমির উৎপাদন খরচ কমেছে, পাশাপাশি সারের ব্যবহারও উল্লেখযোগ্যভাবে কম লেগেছে।
উপপরিচালক ড. মোস্তফা এমরান হোসেন বলেন, জেলায় মোট ৩০১ জন কৃষকের জমিতে ইতোমধ্যেই এ অ্যাপ ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে জেলায় প্রায় ৯ টন সার সাশ্রয় হয়েছে, যা কৃষি উৎপাদনে প্রযুক্তি ব্যবহারের একটি বড় সাফল্য।