
ফরিদপুরে সাড়ে ছয় হাজার কেজি ভেজাল গুড় জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় গুড় তৈরিতে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক জব্দ করা হয় এবং সবকিছু প্রকাশ্যে ধ্বংস করা হয়। এ ছাড়া কারখানাটি সিলগালা করে কোম্পানির বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা করা হয়েছে।
আজ মঙ্গলবার(২ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর আওতায় জেলার সদর উপজেলার শিবরামপুরের ছোট বটতলা এলাকায় স্বপন কুমার শীলের মালিকানাধীন ভেজাল গুড়ের কারখানায় অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার মোঃ আতিকুর রহমান। অভিযানে উপস্থিত ছিলেন ফরিদপুর নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ আজমুল ফুয়াদ।
কারখানাটি নির্ধারিত স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় না রেখে অত্যন্ত নোংরা, স্যাঁতসেঁতে, অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পদ্ধতিতে খেজুর ও আখের গুড় উৎপাদন করে, ভারত থেকে আমদানি করা নিম্নমানের টিনজাত গুড় (যা গরুর খাদ্যে ব্যবহৃত হয়) ব্যবহার করা হয়, সাথে নিষিদ্ধ হাইড্রোজ, ফিটকিরি, নন-ফুড গ্রেড, মিষ্টিজাতীয় দ্রব্য, মিষ্টিজাতীয় দ্রব্য, ফ্লোরিডা, ফ্লোরিডা, মরিচ ইত্যাদি। সোডা, চিনি। এছাড়াও, কারখানায় বিভিন্ন ধরনের শিল্প রাসায়নিক পদার্থ (রজন, দ্রাবক, আঠা এবং জুতার তল তৈরির রাসায়নিক) পাওয়া যায়।
ফরিদপুরের নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ আজমুল ফুয়াদ জানান, কারখানায় প্রাপ্ত কাগজপত্র ও রেজিস্টার পর্যালোচনা করে দেখা যায়, কারখানাটি মূলত রাতের আঁধারে ভেজাল গুড় তৈরি করে বৃহত্তর ফরিদপুর অঞ্চলসহ ঢাকা ও রাজশাহীর বাজারে সরবরাহ করে।