
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামণায় পঞ্চগড়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পঞ্চগড় পৌর বিএনপির আয়োজনে জেলা সরকারি অডিটোরিয়াম চত্বরে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পঞ্চগড় পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন রনিকের সঞ্চালনায় বিএনপির চেয়ারপার্সনের রোগমুক্তি কামণা করে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পঞ্চগড় পৌর বিএনপির আহ্বায়ক ও পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র তৌহিদুল ইসলাম, জেলা জাসাসের নেতা ইউনুস শেখ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশের মা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশের ক্রান্তিকালেও দেশে ছিলেন। জেলহাজতে গিয়েছেন তবু অন্যায়ের সাথে আপোষ করেন নি। তাকে আওয়ামী ফ্যাসিস্ট সরকার নানাভাবে নির্যাতন করেছে। দেশের মা, মানবতার মা এখন নানা রোগে আক্রান্ত হয়ে দেশের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। মহান আল্লাহ তায়ালা তাকে দ্রুত সু্স্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন সেটাই আমরা কামণা করি।
দোয়া মাহফিলে জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান সহ জেলা, উপজেলা, পৌর বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন মসজিদের ইমাম, মাদরাসার ছাত্ররা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
পরে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামণা করে দোয়া মোনাজাত করা হয়।