
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, “প্রথাগত ও পরিবারতান্ত্রিক রাজনীতির বাইরে দেশকে এগিয়ে নিতে নতুন নেতৃত্বকে স্বাগত জানাতে হবে।” তিনি ঘোষণা দেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ ৩শ’ আসনেই প্রার্থী দেবে, এবং ২/৪টি আসনের জন্য কোনো রাজনৈতিক জোটে যাবে না।
শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গণ অধিকার পরিষদ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
জনসভায় প্রধান অতিথি হিসেবে নুরুল হক নুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের প্রার্থী জনরুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন।
সমাবেশকে কেন্দ্র করে নবীনগরের বিভিন্ন স্থান থেকে মিছিলসহ বিপুল সংখ্যক জনগণের উপস্থিতিতে জনসভা প্রাণবন্ত হয়ে ওঠে।