ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিশেষ ভাবে নির্মিত মঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে পুস্পমাল্য অর্পণ করা হয়।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো শামীম হোসেন মেহেরপুর জেলাবাসীর পক্ষে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে মুক্তিযোদ্ধাদের পক্ষে পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে পর্যায়ক্রমে জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, পৌরসভার পক্ষে পৌর মেয়র মোঃ মাহাফুজর রহমান রিটন, মেহেরপুর স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডাঃ মহী উদ্দিন আহমেদ, মেহেরপুর জেলা আওয়ামী লীগের পক্ষে সহ-সভাপতি আব্দুস ছামাদ বাবলু বিশ্বাস প্রমুখ।
এছড়াও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুষ্প মাল্য অর্পণ করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।