
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনে নির্বাচনী গণ মিছিল করেছে জামায়াতে ইসলামী। বুধবার দুপুরে শহরের কাউতলী কুমিল্লা–সিলেট মহাসড়ক এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লোকনাথ ট্যাংকেরপাড় এলাকায় গিয়ে শেষ হয়। নির্বাচনী এই গণ মিছিলে সদর ও বিজয়নগর উপজেলার বিপুলসংখ্যক নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন বয়সের সাধারণ মানুষ অংশ নেন। মিছিলকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
গণ মিছিলে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারি মোঃ জুনায়েদ হাসান। এসময় জেলা জামায়াতের আমীর মাওলানা মোবারক হোসেন আকন্দ, জেলা ও মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে দুঃশাসন, বৈষম্য ও অবিচারের কারণে মানুষের জীবনে হতাশা নেমে এসেছে। জনগণ এবার দাড়িপাল্লার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। ইনশাআল্লাহ জনগণের ভোটে দাড়িপাল্লা বিজয়ী হয়ে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে। উন্নয়ন, শান্তি ও ন্যায়বিচারের জন্য আমরা জনগণের পাশে আছি।”
নেতারা বলেন, নির্বাচনী গণ মিছিলে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে—দাড়িপাল্লা এবার ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে শক্ত অবস্থান তৈরি করেছে।