
মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজসহ মোশারফ হোসেন (৩৬) নামে একজনকে আটক করেছে যৌথ বাহিনী।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ১০টার দিকে জোড়পুকুরিয়া থেকে তাকে আটক করা হয়। আটক মোশারফ হোসেন ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
জানা গেছে, মোশারফ হোসেনের কাছে অবৈধ অস্ত্র রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী তার দোকান ও বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশিকালে বাড়ি থেকে একটি ভারতীয় তৈরি ওয়ান শুটারগান এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
এ সময় সেনাবাহিনী ও র্যাব-১২ এর সদস্যরা তাকে আটক করেন। আটক মোশারফ হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, আটক মোশারফ হোসেনকে অস্ত্র আইনে মামলা দায়ের পুর্বক মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।