
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পঞ্চগড়ে এক বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটির নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মশলিশে শুরা সদস্য ও পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আমীর জামায়াতে ইসলামী মনোনীত পঞ্চগড় ১ আসনের প্রার্থী মাওলানা ইকবাল হোসাইন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরের দিকে পঞ্চগড় জজ আদালত সংলগ্ন এলাকা থেকে মিছিলটি বের হয়ে পঞ্চগড় জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের শেরেবাংলা পার্ক চত্বরের শহীদ মিনারের সামনে চৌরঙ্গী মোড় এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন, সেক্রেটারি জেনারেল মাওলানা দেলোয়ার হোসেন, পঞ্চগড় সদর উপজেলা আমীর সফিউল আলম, শহর আমীর জয়নাল আবেদীন।
এ সময় বিজয় দিবসের চেতনায় দেশ গঠন, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করা হয়।বিজয় র্যালিতে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।