বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
Title :
মেহেরপুরে নিখোঁজের সাত দিন পর বাড়ির পাশ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান নির্বাচনের আগেই ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত জাবিতে বিদেশি ২১ বোতল মদসহ আটক সেই শিক্ষার্থী বহিষ্কার বিজয়নগরে ২৫ বিজিবির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও জনসচেতনতামূলক সভা ভারতে অনুপ্রবেশ-বাংলাদেশী যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিএসএফ অ্যাপোলো হাসপাতালে লাইফ সাপোর্টে ওবায়দুল কাদের ব্রাহ্মণবাড়িয়ায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জেলা আইনজীবী ফোরামের দোয়া মাহফিল ঠাকুরগাঁওয়ে আনসার ভিডিপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ব্রাহ্মণবাড়িয়ায় দ্বিতীয় ধাপে বাছাইশেষে ৩টি আসনের ৩৬ প্রার্থীর মধ্যে ৭ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৭ Time View
ব্রাহ্মণবাড়িয়ায় দ্বিতীয় ধাপে বাছাইশেষে ৩টি আসনের ৩৬ প্রার্থীর মধ্যে ৭ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল
ব্রাহ্মণবাড়িয়ায় দ্বিতীয় ধাপে বাছাইশেষে ৩টি আসনের ৩৬ প্রার্থীর মধ্যে ৭ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় ৬টি নির্বাচনী আসনের মধ্যে দ্বিতীয় দিনে অবশিষ্ট ৩টি আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজ শনিবার বেলা ১১টা থেকে দ্বিতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া), ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) এই তিনটি আসনের ৩৬ জন প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন করা হয়। যাচাই-বাছাই শেষে ৩৬জন প্রার্থীর মধ্যে ৭ জন স্বতন্ত্র প্রার্থীর ভোটার তালিকায় ১ শতাংশ ভোটারের স্বাক্ষরজণিত জটিলতায় প্রার্থীতা বাতিল হয়। প্রার্থীতা বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থীরা হলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের নাসির উদ্দিন হাজারী, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের মুসা সিরাজী এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে সদ্য বহিষ্কৃত বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ, শাহমুর্তুজ আলী, মোঃ আবু কায়েস শিকদার, কাজী জমির উদ্দিন, দেওয়ান মোঃ নাজমুল হুদা। যাচাই-বাছাইয়ে এই ৩টি আসনে বিএনপি, জামায়াত ও জোট প্রার্থীদের মনোনয়নপত্রে কোনো জটিলতা না থাকায় তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া উল্লেখযোগ্য প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপির জোট প্রার্থী হিসেবে মনোনয়ন বৈধ হয়েছে গণসংহতি আন্দোলন এর প্রধান সমন্বয়কারী জুনায়েদ আব্দুর রহিম সাকি। ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির মনোনীত দুই প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মুশফিকুর রহমান ও জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভুইয়ার মনোনয়ন বৈধ বলে গণ্য হয়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপি প্রার্থী নবীনগর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপির অর্থ সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস এর মনোনয়ন বৈধ হয়েছে।

এদিকে মনোনয়ন যাচাই-বাছাইকে ঘিরে প্রার্থীসহ তাদের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা হয়। এ সময় প্রার্থীরা আশাবাদ ব্যক্ত করে বলেন আসন্ন নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে।

জেলা প্রশাসক শারমীন জাহান আক্তার জানিয়েছেন, প্রার্থীতা বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৫ জানুয়ারী থেকে ৯ জানুয়ারী পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে। তবে কেউ আচরণবিধি লঙ্ঘণ করলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin