
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় মানব পাচারের একটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। এ ঘটনায় এক মানব পাচারকারীসহ চারজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন, ৫৩ বিজিবি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৪ জানুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা সাতটার দিকে বকচর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় একটি টহলদল অভিযান পরিচালনা করে। সদর উপজেলার চরআলাতলী ইউনিয়নের বকচর গ্রামে শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মানব পাচারকারী মোহাম্মদ শাহিনের সহায়তায় তারা রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের চেন্নাই যাওয়ার পরিকল্পনা করছিলেন।
আটক ব্যক্তিরা হলেন মানব পাচারকারী মোহাম্মদ শাহিন, তারাজুল ইসলাম, শফিকুল ইসলাম মুন্না এবং মিজানুর রহমান। তারা বিভিন্ন জেলা ও উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্র আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারসহ মানব পাচার ও সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।