
গ্রিসের এথেন্সে অনুষ্ঠিতব্য ‘বাংলা ইউরোভিশন কমিউনিটি অ্যাওয়ার্ড, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক উৎসব–২০২৬’ আয়োজন উপলক্ষে রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি অভিজাত চাইনিজ রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, আগামী ১২, ১৩ ও ১৪ জুন ২০২৬ (শুক্র–শনিবার–রবিবার) ইউরোপের ঐতিহাসিক নগরী গ্রিসের এথেন্সে তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক আয়োজন অনুষ্ঠিত হবে। এই আয়োজনটি একই সঙ্গে Global Bangladeshi Professional Networking Summit হিসেবেও আনুষ্ঠানিকভাবে উপস্থাপিত হবে।
তারা আরও জানান, এই আয়োজনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী গুণীজন, শিল্পী, উদ্যোক্তা, পেশাজীবী, সমাজসেবক, রেমিট্যান্স যোদ্ধা, নারী উদ্যোক্তা ও নতুন প্রজন্মের উদীয়মান নেতৃত্বকে আন্তর্জাতিক সম্মাননা প্রদান করা হবে।
পাশাপাশি বাংলার ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি ও সৃজনশীলতাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে মর্যাদার সঙ্গে উপস্থাপন করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তিন দিনব্যাপী এই আয়োজনে থাকবে উদ্বোধনী অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ, ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা এবং গ্রিসের ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চিফ প্যাট্রন, বাংলা ইউরোভিশন এথেন্স ২০২৬ ও স্কটল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল, ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (EBFCI) প্রেসিডেন্ট ড. ওয়ালী তাসার উদ্দিন এমবিই, ডিবিএ, এফআরএসএ, ডিলিট, জেপি (স্কটল্যান্ড) অ্যাডভাইজার, বাংলা ইউরোভিশন ২০২৬ ও ফিনল্যান্ড প্রতিনিধি কমিটি অ্যাক্টিভিটিজ, কামরুল হাসান জনি,
অ্যাডভাইজার, বাংলা ইউরোভিশন ২০২৬ ও জাতীয় তরুণ সংঘের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, মোহাম্মদ ফজলুল হক, সংগঠক ও সিইও, বাংলা ইউরোভিশন কমিউনিটি অ্যাওয়ার্ডস ২০২৬ এবং হারা (ইইউ হিউম্যানিটারিয়ান অর্গানাইজেশন)-এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট, এথেন্স চেম্বার অব কমার্সের ইমিগ্র্যান্ট ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিভাগের প্রেসিডেন্ট, মি. জহির ডাকুয়া।