
পঞ্চগড়ের দেবীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন ও গনভোটে জনগনের সচেতনতা মূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দেবীগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তর এ উঠান বৈঠকের আয়োজন করে। জনগনের মাঝে সচেতনতা সৃষ্টির জন্যই উঠান বৈঠকের আয়োজন করে।
সমাজসেবা অধিদপ্তরের পঞ্চগড়ের উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উঠান বৈঠক অবহিতকরন সভায় বক্তব্য দেন। দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান এতে সভাপতিত্ব করেন।
সোমবার (১৯ জানুয়ারী) সোমবার সকালে দেবীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে এ উঠান বৈঠক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। দেবীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু রায়হানসহ সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মীরা উপস্থিত ছিলেন। দেবীগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের পল্লী মাতৃকেন্দ্র (আরএমস) এর ২০ জন সম্পাদিকাগন উঠান বৈঠক অবহিতকরন সভায় উপস্থিত ছিলেন।