
হ্যাঁ ভোটে সিল দিয়ে দেশের পরিবর্তন আনতে হবে। তা না হলে দেশ আবার পূর্বের অবস্থানে ফিরে যাবে। দেশের পরিবর্তন করতে হলে গণ ভোটের পক্ষে হ্যাঁ ভোটে সিল দিতে হবে।
হ্যাঁ ভোটের পক্ষে ভোট না দিলে সেই আমরা আগের টেবিলে ফিরে যাবো বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার দেশের একমাত্র চতুর্থদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর এলাকা ও ইমিগ্রেশন পরিদর্শন শেষে বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন এ মন্তব্য করেন।
তিনি বলেন, গণভোটে যদি আমরা হ্যাঁ সিল না দেই, তাহলে আমরা গণঅভ্যুত্থানের রক্তের বিনিময়ে যে সুযোগ সুবিধা পেয়েছি- সেটা হারাবো। এ সময় উত্তরবঙ্গের এই সফর গণভোটের হ্যাঁ- এর পক্ষেই সফর বলেও জানান তিনি।
উপদেষ্টা স্থলবন্দর নিয়ে বলেন, ‘বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে প্যাসেঞ্জার যাতায়াত কমেছে পুরো বাংলাদেশে। একসময় বেনাপোল বন্দরে যে পরিমাণ পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করতেন, সেটা অনেকটাই কমে গেছে। এর কারণ হিসেবে আমরা দেখছি- ভারত ভিসা যেমন দিচ্ছে না, তেমনি বিভিন্ন কারণ রয়েছে। সে হিসেবে আমাদের এখান থেকেও ভিসা দেয়া যাচ্ছে না।’ তিনি বলেন, ‘সামনে নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে এই সমস্যাগুলো সমাধান করবে বলে আমরা আশা করছি।’
পরিদর্শনে এ সময় উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মানজারুল মান্নান, নৌ পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টার একান্ত সচিব জাহিদুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।