
শেরপুরে ট্রাকে ৫০টি বস্তায় ভর্তি আমদানি নিষিদ্ধ ১ হাজার ৩০১ বোতল বিদেশি মদসহ ৩ জনকে আটক করেছে র্যাব-১৪। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নন্দীরবাজার নয়াপাড়া এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব মদ জব্দ করা হয়। আটককৃতরা হচ্ছেন ঝিনাইগাতী উপজেলার মো. মিনাল মিয়া (৩২), মো. রিয়াদ হোসেন (২৮) ও মো. নুরুল আমিন (৩৪)। শনিবার দুপুরে মাদক আইনের মামলাসহ তাদের শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে র্যাব-১৪-এর সিপিসি-১ জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল শেরপুর-বকশীগঞ্জ সড়কের নন্দীরবাজার নয়াপাড়া এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে। ওইসময় একটি সন্দেহভাজন ট্রাককে থামার সংকেত দিলে ট্রাকের ভেতরে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। পরে র্যাব সদস্যরা ধাওয়া করে ৩ জনকে আটক করেন।
পরে আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫০টি বস্তায় ১ হাজার ৩০১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা। এ ছাড়া মাদক বহনে ব্যবহৃত ট্রাক জব্দ এবং আটকদের কাছ থেকে নগদ ৯৬ হাজার ৮০৫ টাকা এবং ৪ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে র্যাব-১৪-এর সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আসিফ আল রাজেক শনিবার দুপুরে জানান, আটক আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।