পঞ্চগড়ের সদর উপজেলার পৌরসভার ধাক্কামারা এলাকায় ২৭ কেজি গাঁজাসহ স্বামী স্ত্রীকে আটক করা হয়েছে। আটককৃত গাঁজার মূল্য প্রায় ২ লক্ষ ৭০ হাজার টাকা। তারা ওই ২৭ কেজি গাঁজা বিক্রি করার উদ্দেশ্য পঞ্চগড়ে নিয়ে আসে।
আটককৃতরা হলেন, ঠাকুরগাও জেলার ভুল্লী থানার লাউথুতি তুরুকপাতা এলাকার হাসান আলীর ছেলে মোজাম্মেল হক ও মোজাম্মেল হকের মেয়ে রওশনারা বেগম। সম্পর্কে তারা স্বামী স্ত্রী।
রবিবার (১৭ মার্চ) সকালে নৈশ কোচ থেকে গাঁজাসহ আটক করা হয়। ভিআইপি পরিবহন নামের ওই নৈশ কোচটি ঢাকা থেকে পঞ্চগড় আসে। পঞ্চগড় সদর থানার ইন্সপেক্টর তদন্ত রন্জু আহম্মেদ পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ফোর্স নিয়ে গাড়িতে তল্লাশি চালিয়ে তাদের আটক করেন।
পঞ্চগড় সদর থানার ইন্সপেক্টর তদন্ত রন্জু আহম্মেদ জানান, গাঁজা আটকের পিছনে আরও কেউ জড়িত থাকতে পারে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি ও খোজখবর নিচ্ছি। এব্যাপারে পঞ্চগড় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ ওসি প্রদীপ কুমার গাঁজাসহ দুইজন আটকের বিষয়টি নিশ্চিত করেন।