
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া ৩ (সদর-বিজয়নগর) আসনে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ও সংগঠনটির জেলা কমিটির সেক্রেটারি গাজী মোহাম্মদ নিয়াজুল করিম।
আজ মঙ্গলবার তিনি শহরের কাউতলী চত্বর এলাকা থেকে প্রচারণা কার্যক্রম চালান। তিনি কাউতলী চত্বর এলাকা থেকে শুরু করে ফারুকী পার্ক সড়ক, মৌড়াইল, বৌ বাজার এলাকা, রেল স্টেশন, রেলগেট মোড়, জেলা পরিষদ প্রাঙ্গণসহ শহরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে গণ সংযোগ চালান। এ সময় তিনি নানা শ্রেণী পেশার ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং দেশ গঠনে কাঙ্খিত পরিবর্তনের আশ্বাস দেন।
গণসংযোগ চলাকালী তিনি সাংবাদিকদের জানান, পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে সেই আকাঙ্ক্ষা পূরণে বিকল্প শক্তি হিসেবে মানুষ ইসলামকে নিয়ে ভাবছে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলামকে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে। বিশেষ করে প্রচারণা চালাতে গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে তিনি ব্যাপক সাড়া পাচ্ছের। সাধারণ ভোটাররা যদি
সুশৃঙ্খলভাবে ভোট দিতে পারে আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় ভোটাররা ইসলামী শক্তিকেই বসাবে। এছাড়াও তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া এলাকার উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য তিনি পরিকল্পনা করে রেখেছেন। তিনি নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাবেন।
নির্বাচনী প্রচারণা চালানোর সময় তার সাথে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।