শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
Title :
পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’ শেরপুরের ঘটনায় বিচার না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে-মিয়া গোলাম পরওয়ার মেহেরপুর ডিবি’র অভিযানে ১০ বোতল বিদেশী মদসহ আটক ১ জনগণের জন্য উন্নয়নের পরিকল্পনা- মির্জা ফখরুল লন্ডন থেকে লরিতে ফ্রান্সে পাচার: ২৩ বাংলাদেশি উদ্ধার আগের মতোই ম্যানুয়ালি আবেদনে সাংবাদিকদের ভোটের পাস দেবে ইসি গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’র পক্ষে সরকারি কর্মকর্তারা প্রচারণা করতে পারবে না: ইসি পঞ্চগড়ে রিটার্নিং কর্মকর্তার সাথে বৈঠক, বিক্ষোভকারীদের কর্মসূচী প্রত্যাহার

‘ভারতীয় সাংবাদিকদের ভিসা দেবে বাংলাদেশ’

ওয়ান নিউজ ডেস্ক:
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৫ Time View
‘ভারতীয় সাংবাদিকদের ভিসা দেবে বাংলাদেশ’
‘ভারতীয় সাংবাদিকদের ভিসা দেবে বাংলাদেশ’

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, নির্বাচনের খবর সংগ্রহ করতে দেশে আসতে ইচ্ছুক ভারতীয় সাংবাদিকদের ভিসা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে সাধারণ ভিসা বন্ধ থাকবে এবং আগামী কয়েক দিনের মধ্যে সেটি চালু করা সমীচীন হবে না বলেও জানান তিনি। বুধবার (২৮ জানুয়ারি) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মো. তৌহিদ হোসেন বলেন, ‘‘সাংবাদিকদের আসার ব্যবস্থা মানে নির্দেশনা দেওয়া হয়েছে— তারা যেন আসতে পারেন সে ব্যবস্থা করার জন্য। সাধারণ ভিসা প্রসেসিং এখনও বন্ধ আছে। আমরা সময় হলে খুলবো। তবে আগামী ৮-১০ দিনের মধ্যে এটা না করাই সমীচীন হবে।’’

বিভিন্ন দেশ থেকে পর্যবেক্ষক আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এ ব্যাপারে আমার কাছে খুব ডিটেইলস তথ্য নেই। কারণ তথ্যটা সরাসরি চলে যায় ইলেকশন কমিশনে এবং আমরা প্রথম থেকেই এমনও বলেছি—আমরা আগ বাড়িয়ে কোনও হেল্পও করতে যাবো না। কারণ তাহলেই মনে হবে আমরা কোনও পক্ষ নেওয়ার চেষ্টা করছি। কোনও হেল্প লাগলে আমরা হেল্প করবো। বাকিটা নির্বাচন কমিশন যেভাবে হ্যান্ডেল করবে, তারা করবে।’’

তিনি বলেন, ‘‘এখন পর্যন্ত ইউরোপ থেকে বড় দল আসবে এটা কনফার্ম। দক্ষিণ এশিয়ার ব্যাপারে আমাদের কোনও আপত্তি নেই। যেসব দেশ থেকে আসবে, অবশ্যই হয়তো কিছু স্কুটিনি হতেই পারে। যদি আসেন, নির্বাচন অবজারভেশন না করেন, যদি অন্য কোনও কাজে কেউ আসতে চেষ্টা করেন—সেটা হয়তো হোম মিনিস্ট্রির এবং নেতৃত্বে মিশনগুলো দেখবে। আমরা চাই ম্যাক্সিমাম সংখ্যক অবজারভার আসুক। এটা সরকারের খুব স্পষ্ট অবস্থান, আমরা সব পৃথিবী থেকে ম্যাক্সিমাম সম্ভব অবজারভার ম্যাক্সিমাম সাংবাদিক চাই। আমরা এটাও চাই যে সব সংবাদ সংস্থা থেকে যথেষ্ট পরিমাণ সাংবাদিক আসুক। কারণ আমরা চাই, ট্রান্সপারেন্ট সব কিছু হোক।’’

‘‘ঢাকায় কর্মরত ভারতীয় কর্মকর্তাদের পরিবারকে দেশে ফেরত নিলে কিছু করার নেই’’ বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘‘এটা তাদের একেবারে নিজস্বতা। তারা তাদের কর্মচারীদের পরিবারকে চলে যেতে বলতেই পারেন, যেকোনও সময়। কেন বলেছেন তারা আমি কোনও কারণ বুঝতে পারি না। বাংলাদেশে এমন কোনও পরিস্থিতি বিদ্যমান নেই যে তাদের কর্মকর্তারা, তাদের পরিবার-পরিজন অনেক বিপদে আছে। ইনসিডেন্ট এরকম কিছু ঘটেনি এখন পর্যন্ত। আশঙ্কা তাদের মনে হয়তো আছে, অথবা হয়তো তারা ভাবছেন—এটা তারা কোনও মেসেজ দিতে চাচ্ছেন কিনা, হতে পারে। আমি আসলে সঠিক কোনও মেসেজ এটার মধ্যে খুঁজে পাচ্ছি না। তবে আমি এটাকে এভাবে বলবো—তারা যদি তাদের পরিবার-পরিজনকে ফেরত দিতে চান, তো এ ব্যাপারে আমাদের তো কিছু করার নেই, নিতেই পারেন।’’

তিনি বলেন, ‘‘নিরাপত্তা সার্বিকভাবে আমরা মনে করি, এখন পর্যন্ত নিরাপত্তার তেমনভাবে কোনও বিঘ্ন ঘটেনি। আমরা যদি এর আগের দিকেও তাকাই, পূর্ববর্তী যখন নির্বাচন হতো, তখনও কিন্তু নির্বাচনকালীন সময়ে ছোটখাটো কিছু সময় কিছু মারামারি, কিছু ধাক্কাধাক্কি— এগুলো হতো সবসময়। এবার তার থেকে কোনও বেশি কিছু হয়েছে, এটা তো আমারও মনে হচ্ছে না। আপনাদের যদি কারও মনে হয়, তাহলে বলতে পারেন। আমার তো মনে হচ্ছে না তেমন কোনও নিরাপত্তাজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে—যে কারণে আসলে এই ধরনের পদক্ষেপ নেওয়ার দরকার আছে। এর আগে কখনও নেয়নি।’’

অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘তারা কোনও বিপদে আছে–এমন কথা আমাদের কখনও বলেনি।’’

নির্বাচনে সংঘাতের আশঙ্কা দেখছেন কিনা, জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘‘না আমরা মোটেই সেরকম নিশ্চিত নই। কিন্তু আশঙ্কা হচ্ছে—কোনও অপচেষ্টা হতে পারে সংঘাতের, সেটার ডিটেইলস হয়তো হোম মিনিস্ট্রির লোকজন আরও ভালো বলতে পারবেন। কিন্তু আমরা মনে করছি, যেকোনও বিপদ বা এ ধরনের কোনও সংঘাত যদি হয়, নরমালি হওয়ার কথা না। কারণ যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন, তারা প্রত্যেকেই তাদের কার্যকলাপে যথেষ্ট সুষমভাবে পরিচয় দিচ্ছেন। কাজেই যারা নির্বাচনে অংশ নিচ্ছেন না বা নিতে পারছেন না তাদের দ্বারা গণ্ডগোল হওয়া সম্ভব। এ কারণে বিবৃতিতে বলা হয়েছে, এর দায় আওয়ামী লীগের।’’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin