পঞ্চগড় শহরের পুরাতন পঞ্চগড় এলাকার এশিয়া ডিস্টিলারিজ মিলের কাছ থেকে ফেনসিডিলসহ কুখ্যাত এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃত কুখ্যাত মাদক ব্যবসায়ীর নাম মিজানুর রহমান মিজান। সে পুরাতন পঞ্চগড় এলাকার মৃত মমিনুর রহমান মমিনের ছেলে।
রবিবার (১৭ মার্চ) গভীর রাতে পুরাতন পঞ্চগড় এলাকার এশিয়া ডিস্টিলারিজ সংলগ্ন তার ছবি বাধাই ঘর দোকান হতে ফেনসিডিল বিক্রি করার সময় আটক করা হয়। তার কাছ থেকে ৪ বোতল ফেনসিডিল ও ১০টি খালি ফেনসিডিলের বোতল উদ্ধার করা হয়।
পঞ্চগড় সদর থানার ইন্সপেক্টর তদন্ত রন্জু আহম্মেদ জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, পুরাতন পঞ্চগড় এলাকার এশিয়া ডিস্টিলারিজ সংলগ্ন মিজানুর রহমান মিজান নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ী এলাকার মাদকসেবিদের কাছে ফেনসিডিল বিক্রি করছে। পরে আমরা রাতেই অভিযান চালিয়ে তাকে আটক করি। তার নামে পূর্বের ১৪ টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। সে এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
পঞ্চগড় সদর থানার এসআই সাহিদুর রহমান বাদি হয়ে তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ ওসি প্রদীপ কুমার রায় ফেনসিডিলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।