পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ঐতিহাসিক দেবদারু তলায় নির্বাচনের জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ঐতিহাসিক দেবদারু তলায় ঘোড়া মার্কা নির্বাচনের জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহমেদ মিঠু।
তিনি বলেন, আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে দেবীগঞ্জ উপজেলা কে মাদক মুক্ত করবো, যারা মাদকের ব্যবসা করে আর মাদক সেবন করে তাদেরকে দেবীগঞ্জ থেকে উৎখাত করবো। দেবিগঞ্জ উপজেলায় কোন দুর্ঘটনা ঘটলে যারা আহত এবং নিহত হবে তারা যেন অল্প টাকায় শুধুমাত্র তেল খরচ দিয়ে চিকিৎসা নিতে অ্যাম্বুলেন্স পেতে পারে তার জন্য দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ উপজেলা পরিষদের অর্থায়নে দুটি অ্যাম্বুলেন্স প্রধান করব।
দেবীগঞ্জ উপজেলায় কোন ওই স্কুল মাদ্রাসার কোন শিক্ষার্থী যদি বিনা বেতনের অভাবে পড়তে না পারে তাদেরকে উপজেলা পরিষদের পক্ষ থেকে সহায়তা করব। দেবিগঞ্জ উপজেলা পরিষদ কে দালাল মুক্ত করতে আমার নির্বাচনী ইশতেহার আশা করি দেখবেন উপজেলা কে একটি মডেল ওই স্মার্ট উপজেলা করতে আপনাদের মূল্যবান ভোট আমাকে দিয়ে আমাকে নির্বাচিত করবেন। আমি আপনাদের ভোটে যদি নির্বাচিত হই তাহলে আপনাদের আমার ওয়াদা, আমার জীবনের বিনিময়ে হলেও আমি রক্ষা করব।
দন্ডপাল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন সাজুর সঞ্চালনায় রুহুল আমিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ হাসান স্বপন, পঞ্চগড় জেলা পরিষদের সদস্য আখতার হোসেন নিউটন, দন্ডপাল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি কামাল হোসেন সরকার, চিলাহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল মন্ডল, সুন্দরদীঘি ইউনিয়ন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সুরুজ আলী, সুন্দরদীঘি ইউনিয়ন আওয়ামীযুব লীগের আহবায়ক কাঞ্চন কুমার সবুজ, সুন্দরদীঘি ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সেকান্দার আলী, দন্ডপাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও দন্ডপাল ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি জামেদুল ইসলাম।