মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামকে মাদকমুক্ত করার লক্ষ্যে মানববন্ধন করেছে কুলবাড়িয়া গ্রামবাসী। রবিবার (১৯ মে) সকাল ১১টার সময় মেহেরপুর জেলা প্রাশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাবেক ছাত্রনেতা ও কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য জুয়েল রানার নেতৃত্বে কুলবাড়ীয়া গ্রামের স্কুল ছাত্রসহ কয়েকশত নারী পুরুষ মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন কুলবাড়িয়া গ্রামে এখন ওপেন মাদক বিক্রি ও সেবন হয়। মেহেরপুরের চিহ্নিত সন্ত্রাসী দুখু বাহিনীর সদস্য ঝন্টু বিশ্বাস বাহিনীর নেতৃত্ব দিত। এক সময় সে প্রশাসনের হাত থেকে বাঁচতে ইসলাম ধর্ম ত্যাগ করে খৃষ্টান ধর্ম গ্রহণ করে। খৃষ্টান ধর্ম প্রচারের জন্য সে এলাকায় আশ্রম খুলে। সেই আশ্রমকে ব্যবহার কওে গড়ে উঠেছে মাদক সেবনের ও মাদকের রমরমা ব্যবসা। তার লোকজনের ভয়ে কেউ তার বিরুদ্ধে কিছু বলতে পারে না। তার মাদক ব্যবসার কারণে কুলবাড়ীয়া গ্রামের যুব সমাজ আজ ধ্বংসের পথে। তাই আমরা সকল হুমকি ধামকি উপেক্ষা করে আমাদেও সন্তানদের মাদক থেকে বাঁচাতে রাস্তায় নামতে বাধ্য হয়েছি।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা আরও বলেন মাদক সম্রাট ঝন্টু বিশ্বাসের মাদক সেবন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সে একজন চিহ্নিত মাদক বিক্রেতা সেটাও এলাকার সকলেই জানে। তাই অতি দ্রুত তাকে আটক করে কুলবাড়ীয়া গ্রামকে মাদক মুক্ত করার জোর দাবী জানানো হয় মানববন্ধনে। মানববন্ধন শেষে গ্রামবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।