পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসৎলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান রত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় ১৭.০° উত্তর অক্ষাংশ এবং ৮৯.৪° পূর্ব দাক্ষিমাংশ অবস্থান করছে। এটি আজ ২৫ মে-২০২৪ সকাল ছয় ঘটিকায় চট্টগ্রাম বন্দর থেকে ৬৩৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ও কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৫৭০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে পশ্চিমবঙ্গ সমুদ্র বন্দর থেকে ৬০৫ কিলোমিটার দক্ষিনে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৫৬৫ কিলোমিটার দক্ষিনে অবস্থান করছিল এটি আরো উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।
এই কারণে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভায় আয়োজন করা হয়। এ সময় সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানকে প্রস্তুত থাকার আহ্বান করা হয় এবং তাদের সকল ভলেন্টিয়ারকে প্রস্তুত রাখার জন্য বলা হয় সেই সাথে দুর্যোগ হাত থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয় এ সময় সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখার ও নির্দেশনা দেয়া হয় সেই সঙ্গে ফায়ার সার্ভিস রেড ক্রিসেন্ট সিপিপি বেসরকারি এনজিও সংস্থায় প্রস্তুত থাকতে বলা হয় এই উপলক্ষে উপজেলা প্রশাসনের কার্যালয় একটি কন্ট্রোল রুম খোলা হইছে।