মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন

আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষ্যে ফেনীতে মতবিনিময় সভা

জহিরুল আলম কামরুল, ফেনী
  • Update Time : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ২৩১ Time View
আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষ্যে ফেনীতে মতবিনিময় সভা
আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষ্যে ফেনীতে মতবিনিময় সভা

‘গুম বন্ধ কর, গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দাও’

গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্তর্জাতিক গুম সপ্তাহে ফেনীতে মতবিনিময় সভা করেছে মানবাধিকার কর্মী ও গুমের স্বীকার হওয়া ব্যক্তির স্বজনরা। গুম হওয়া ব্যক্তির স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’ ও ‘হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক ফেনী’র যৌথ আয়োজনে ‘গুম বন্ধ কর, গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দাও’ শ্লোগানে শনিবার সকালে শহরের ফেনী রিপোটার্স ইউনিটিতে দিবসের মুলপ্রবন্ধ পাঠ করেন হিউম্যান রাইটস ডিফেন্ডার ইউসুফ আহমেদ নিশাদ।

ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক সংগ্রাম’র জেলা প্রতিনিধি একেএম আবদুর রহিম এর সভাপতিত্বে এবং মায়ের ডাক ও হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক’র কো-অর্ডিনেটর, অধিকার ফেনীর ফোকাল পার্সন ও দৈনিক মানবজমিন’র জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম’র সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গুমের শিকার হওয়া যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনের মা রৌশন আরা বেগম।

বক্তব্য রাখেন সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এনএন জীবন, ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ’র ফেনী জেলা সভাপতি ও দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁইয়া, দৈনিক দেশরুপান্তর এর জেলা প্রতিনিধি শফি উল্যাহ রিপন, ফেনী গেরিলা মুক্তিযোদ্ধা সংসদের প্রচার সম্পাদক মোহাম্মদ আলী নসু, আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র ফেনী’র যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম ফরায়েজী।

সভায় গুমের শিকার হওয়া যুবদল নেতা মাবুবুর রহমান রিপনের চাচা ওহিদুর রহমান, বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন ফেনী শাখার সাবেক সভাপতি মোস্তফা কামাল বুলবুল, সাংবাদিক ইউনিয়ন ফেনী’র দপ্তর সম্পাদক এমডি মোশাররফ হোসেন, বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন ফেনী শাখার সাধারণ সম্পাদক শেখ আশিকুন্নবী সজীব,মানবাধিকার সংগঠক জাফর আহমেদ ভূঁঞা, আমিনুল ইসলাম শাহিন, সাংস্কৃতিক সংগঠক ও মানবাধিকার কর্মী কাজি ইকবাল আহমেদ পরানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা গুমের শিকার ব্যক্তিদের তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে বলেন, ফেনীর যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার ১০ বছরেও পরিবার তার হসিদ পায়নি। রিপনের মত আর কোন ব্যাক্তি যেন গুমের শিকার না হয় সেজন্য রাষ্ট্রকে জোরালো ভূমিকা রাখার দাবি জানান।

এর আগে গুম সপ্তাহের মুল প্রবন্ধে জানানো হয়, মে মাসের শেষ সপ্তাহকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ সপ্তাহ পালন করা হয়। ১৯৮১ সালে ফেডারেশন অব এসোসিয়েশন ফর রিলেটিভস অব দি ডিটেইন্ড ডিসএ্যপিয়ার্ড নামের দক্ষিণ আমেরিকার একটি সংগঠন প্রথম পালন করা শুরু করে। এর পর থেকে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে বিভিন্ন সংগঠন বিভিন্ন দেশে দিবসটি পালন করে চলেছে।

২০০৬ সালের ২০ ডিসেম্বর গুম হওয়া থেকে সমস্ত ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক সনদ জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়। গুম হওয়া থেকে সমস্ত ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশন-এমন একটি চুক্তি যা অনুস্বাক্ষর করার ক্ষেত্রে প্রতিটি রাষ্ট্রের আইনগত বাধ্যবাধকতা রয়েছে।

২০০৯ সাল থেকে দেশে আশংকাজনক হারে বেড়েছে গুমের ঘটনা। রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা গুম ও বিচারবহির্ভূতভাবে মানুষ খুন হলো রাষ্ট্রীয় নিপীড়নের চরম বহিঃপ্রকাশ। বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসন বহাল থাকায় মানবাধিকার চরমভাবে হুমকির সম্মুখিন হচ্ছে। জনগনের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং সব ধরনের অন্যায়-অবিচারের প্রতিকার করতে ভিকটিম পরিবারকে সঙ্গে নিয়ে বাংলাদেশের জনগণকে মানবাধিকার লংঘনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ছাড়া আর কোন বিকল্প নেই।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin