মেহেরপুর গাংনীতে আফ্রিকান ওপেন বিন জাতের ৮টি বিদেশি পাখি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। রোববার সন্ধ্যা সাতটার দিকে মেহেরপুরের গাংনীস্থ র্যাব-১২ এর একটি টীম উপজেলার চোখতোলা নামক স্থানে অভিযান চালিয়ে পাখিগুলোকে উদ্ধার করে। সেই সাথে পাখি বহনকারী আশরাফ আলীকে ভ্রাম্যমান আদালত ১০ হাজার টাকা জরিমানা করেন ও রাত ১২টার সময় মেহেরপুর জেলা বন বিভাগের কাছে পাখিগুলি হস্তান্তর করে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা জানান, এএসপি মনিরুজ্জামানের নেতৃত্বে র্যাবের একটি টীম ঢাকা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কারে (ঢাকা মেট্রো গ ২৭-৩৭৩৮) তল্লাশি চালিয়ে আটটি বিদেশি আফ্রিকান ওপেন বিন জাতের পাখি উদ্ধার করে। পাখি বহনকারীর কাছে কোন লাইসেন্স বা এই পাখির পারমিট বা বৈধ কাগজপত্র না থাকায় রাষ্ট্রীয় কোষাগরে বাজেয়াপ্ত করে জেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। সেই সাথে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০২২ এর ১২ ধারা লংঘন করায় ৩৯ ধারা মোতাবেক তার কাছ থেকে দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পাখিগুলোর দাম কমপক্ষে সাত লাখ থেকে আট লাখ টাকা হবে বলে জানিয়েছেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।